২০০ ক্ষেপণাস্ত্রের ‘জবাবে’ ১০০ যুদ্ধবিমান!

Date: 2024-10-26
news-banner
রাজধানী তেহরান-সহ ইরানের তিন স্থানে হামলা চালায় ইজ়রায়েলি বাহিনী। তার পোশাকি নাম ‘অপারেশন ডেজ় অফ রিপেনট্যান্স’ (বাংলা তর্জমায়, ‘অনুতাপের অভিযানের দিন’)

(আইডিএফ)-এর দাবি, গত ১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে ইরানের ‘নির্দিষ্ট সামরিক লক্ষ্যে’ বিমান হামলা চালানো হয়েছে। পশ্চিমি সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলায় পঞ্চম প্রজন্মের এফ-৩৫ লাইটনিং-২ মাল্টিরোল ফাইটার জেটের পাশাপাশি মাটিতে লক্ষ্যবস্তুতে হামলার উপযোগী এফ-১৫আই র‌্যাম ‘গ্রাউন্ড অ্যাটাক জেট’ ব্যবহার করা হয়েছে হামলায়।

ইরানের বায়ুসেনার সম্ভাব্য প্রত্যাঘাতের মোকাবিলার উদ্দেশ্যে হামলাকারী বিমানবহরের সঙ্গী হয়েছিল এফ-১৬আই সুফা এয়ার ডিফেন্স জেট। সেই সঙ্গে ছিল হানাদার ড্রোন ‘হেরন’-এর নতুন সংস্করণ। হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব উড়ে এসে ইরান ফৌজের রাডার-নজরদারি এড়িয়ে তেহরান, কারাজ়স সিরাজ শহরের পাশাপাশি ইলাম এবং কুর্জ়েস্তান প্রদেশে অন্তত ২০টি লক্ষ্যে আঘাত হানে তারা।
image

Leave Your Comments