মার্কিন নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই, কে এগিয়ে আছে তা অনুমান করাই বেশ কঠিন।
নির্বাচনের মূল দুই প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সম্প্রতি জনমত জরিপগুলোতে দেখা গেছে, বেশ কিছু জরিপে এগিয়ে আছেন ট্রাম্প। এছাড়া শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের চালানো সর্বশেষ জাতীয় জরিপে দেখা গেছে, ট্রাম্প ও কমলা সমান সমান অবস্থানে রয়েছেন। আর ট্রাম্পের এই শক্ত অবস্থান ডেমোক্র্যাট শিবিরের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে দুই প্রার্থীই ৪৮ শতাংশ ভোট পেয়েছেন। নির্বাচনের আগের এই গুরুত্বপূর্ণ সময়টায় একের পর এক অভিযোগের পাহাড় ডিঙিয়ে জনপ্রিয়তায় হ্যারিসের কাতারে চলে এসে ট্রাম্প শুধু নিজের অবস্থানই শক্ত করেননি, রিপাবলিকান শিবিরেও নিয়ে এসেছেন স্বস্তির পরশ।
কমলা হ্যারিসের সমর্থনে বৃহস্পতিবার ব্যাটলগ্রাউন্ড রাজ্য জর্জিয়ায় হাজার হাজার লোকের সমাবেশে অংশ নেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বিজয়ী নির্ধারণে সহায়তা করতে পারে এমন রাজ্যের মধ্যে জর্জিয়া অন্যতম গুরুত্বপূর্ণ।
আরিজোনা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার নির্বাচনি সমাবেশ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই নির্বাচনি সমাবেশে অভিবাসীদের সমালোচনা করে তিনি বলেছেন, ‘আমরা একটি আবর্জনা ফেলার জায়গায় পরিণত হয়েছি। বাকি বিশ্বের জন্য আমরা একটি ময়লার ভাগাড়।’