জাপানে সংখ্যাগরিষ্ঠতা হারাল এলডিপি

Date: 2024-10-28
news-banner
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট জাপানের সাধারণ নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। গতকাল রবিবার নির্বাচনের প্রাথমিক ফলাফল তাই বলছে। এর আগে, জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে বুথফেরত সমীক্ষায় দেখা গিয়েছিল। একের পর এক কেলেঙ্কারিতে দেশটির ক্ষমতাসীন দলের টালমাটাল পরিস্থিতির মধ্যেই গতকাল আগাম নির্বাচনের ভোটগ্রহণ হয়।

পার্লামেন্ট ভেঙে দেওয়ার সময় প্রধান বিরোধী দলের প্রতি ৬.৬ শতাংশ মানুষের সমর্থন ছিল। পার্লামেন্টের নিম্নকক্ষে অর্ধেকেরও বেশি আসন পেয়েছে বিরোধী দলগুলো। নির্বাচনের এই ফলাফলের কারণে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে সরকার গঠন হবে কীভাবে তা নিয়ে বেশ অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে এবার তারা আগের তুলনায় বেশি আসন পেতে পারে। সংবাদমাধ্যম এনএইচকে বুথফেরত জরিপে জানিয়েছিল, পার্লামেন্টের নিম্নকক্ষে ১৫৩ থেকে ২১৯ আসন পেতে পারে এলডিপি। অন্যদিকে সিডিপি পেতে পারে ১২৮ থেকে ১৯১টি আসন।

 আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন এলডিপি এবং তাদের মিত্র দল কোমেইতো মোট ২০৮টি আসন পেয়েছে, যেখানে বিরোধী দলগুলো পেয়েছে ২৩৫টি আসন।
image

Leave Your Comments