আতশবাজির মজুদে বিস্ফোরণ, আহত দেড় শতাধিক

Date: 2024-10-29
news-banner
ভারতে আতশবাজির ব্যাপক চাহিদা রয়েছে। ধর্মীয় উৎসব এবং বিয়েতে এর ব্যবহার প্রচুর।

সোমবার রাতে বীরকাভু মন্দিরের কাছে একটি আতশবাজির মজুদে আগুন ধরে গেলে বিস্ফোরণ ঘটে। ঘটনাটি ঘটেছে কাসারগোদে, যা কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরম থেকে প্রায় ৫৮০ কিলোমিটার (৩৬০ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত।

আহতদের কাসারগোড, কান্নুর এবং ম্যাঙ্গালুরু জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।

মানুষ যথাযথ নিরাপত্তাব্যবস্থা ছাড়াই অস্থায়ী কারখানায় কাজ করার কারণে প্রায় প্রতিবছর এ ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে। গত বছরের জুলাইয়ে দক্ষিণ ভারতের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে আটজন নিহত হয়। ২০১৮ সালে নয়াদিল্লিতে একটি আতশবাজির কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ডে ১৭ জন শ্রমিক নিহত হয়েছিল। 

এক বছর আগেও মধ্যভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি গ্রামে আতশবাজি তৈরির সময় বিস্ফোরণে ২৩ জন নিহত হয়।
image

Leave Your Comments