আন্তর্জাতিক সংস্থা স্যাভিলস গ্রোথ হাফ ইন্ডেক্সের সমীক্ষায় পৃথিবীর সেরা ২৫টি শহরের তালিকায় উঠে এসেছে কলকাতার নাম। ব্রিটিশ আমলের রাজধানী থেকে দেশটির সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র কলকাতা। দ্রুত উন্নয়নের নিরিখে কলকাতার স্থান ১১ নম্বরে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শুভেচ্ছা জানিয়ে লিখেছেন ‘জয় হিন্দ, জয় বাংলা’। তিনি মনে করেন, ঐতিহ্য, আধুনিকতা, গতিশীলতা আর সংস্কৃতির সুন্দর মেলবন্ধনেই এ শহর বিশ্বের দরবারে মাথা উঁচু করে নিজের পরিচিতি তৈরি করেছে।
তিনি আরো লিখেছেন, কলকাতা বাস্তবিক উন্নতির আলোকবর্তিকা হিসেবে উঠে এসেছে। এই স্বীকৃতি এসেছে এই পথ ধরে।
এই শহরের মানুষ ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন বজায় রেখেই এগিয়ে চলেছে। তাদের হাতে হাতে এই উন্নয়ন ও সচেতনতার সঙ্গী না হলে, এই স্বীকৃতি সম্ভব ছিল না। আমরা সবাই মিলে এমন একটা শহর তৈরি করেছি, যে তার ঐতিহ্যকে সম্মান করে, উন্নয়নের সঙ্গে এগিয়ে যায় ও পরিবেশের যত্ন নেয়।