উত্তর গাজায় নিহত ১৪৩, লেবাননে ৭৭

Date: 2024-10-30
news-banner
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গতকার মঙ্গলবার (২৯ অক্টোবর) কমপক্ষে ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ১৩২ জন মারা গেছে যুদ্ধপীড়িত উত্তর গাজায়।

মঙ্গলবার ভোরে বেইট লাহিয়াতে ২৫শিশুসহ কমপক্ষে ৯৩ জন নিহত হয়েছেন।  টর ওয়েনেসল্যান্ড বলেছেন, ইসরায়েলের আক্রমণে তিনি হতবাক।

আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতিতে তিনি বলেছেন, ‘মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার গাজার উত্তরে ব্যাপক বাস্তুচ্যুতি অভিযানের পাশাপাশি সাম্প্রতিক গণহত্যার ঘটনাগুলোর মধ্যে ভয়াবহ।

তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা এবং গাজায় জনসংখ্যার অবিরাম বাস্তুচ্যুতির নিন্দা জানাই। মৃত্যু এবং এ ধ্বংসের এই অবিরাম ধারা অবিলম্বে শেষ হওয়া উচিত।’

উচ্চ মৃতের সংখ্যা এবং এখনও উত্তর গাজায় বসবাসকারীদের ক্রমবর্ধমান দুর্দশা সত্ত্বেও কাতারে পুনরায় শুরু হওয়া যুদ্ধবিরতি আলোচনা একটি অগ্রগতি পাবে না বলে ধারণা করা হচ্ছে।

উত্তর গাজার প্রধান চিকিৎসা কেন্দ্র কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া বলেছেন, ‘হামলার পর ১৫০ জনেরও বেশি নিহত ও আহত হয়েছে।’ তবে তিনি সতর্ক করেছেন, আহতদের মধ্যে অনেকে চিকিৎসার সরঞ্জামের অভাবে মারা যেতে পারে।ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসা কর্মীকে আটক করেছে, মাত্র তিনজন চিকিৎসককে রেখে গেছে।
image

Leave Your Comments