বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল পাকিস্তান, নেই বাবর-রিজওয়ান-শাহিন

Date: 2025-07-08
news-banner
বাংলাদেশ সফরে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সোমবার (৮ জুলাই) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলে জায়গা পাননি দলের নিয়মিত তারকা ক্রিকেটাররা—বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি।

এই সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার সালমান আলী আগা। তবে দলে নেই শাদাব খান ও হারিস রউফের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রাও, যারা দীর্ঘদিন ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডের অবিচ্ছেদ্য অংশ ছিলেন।

পিসিবি জানিয়েছে, তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতেই এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সিনিয়র ক্রিকেটারদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রাম ও পুনর্বাসনের অংশ হিসেবেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তরুণদের নিয়ে গঠিত এই দলটি আগামী সপ্তাহে ঢাকায় পা রাখবে এবং প্রস্তুতি শেষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ দলের বিপক্ষে।

বাংলাদেশ সফরের পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ আব্বাস, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সালমান মির্জা।
image

Leave Your Comments