৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। রবিবার রাতে কমিশনের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফলে জানানো হয়, সহকারী সার্জন পদে মোট ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বিপিএসসি আরও জানিয়েছে, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও সংশ্লিষ্ট তথ্যাবলি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। কমিশন জানিয়েছে, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।
উল্লেখ্য, গত শুক্রবার এই বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৪১ হাজার ২৫ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
এটি ছিল বিশেষ বিসিএস, যেখানে মূলত স্বাস্থ্য খাতে জনবল নিয়োগে অগ্রাধিকার দেওয়া হয়েছে।