সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক

Date: 2025-08-28
news-banner
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’-এর আয়োজিত একটি গোলটেবিল বৈঠক ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ডিআরইউ চত্বর থেকে তাদের আটক করা হয়। ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে আসা স্থানীয় লোকজনের বিক্ষোভ ও ঘেরাওয়ের মুখে তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ এসে তাদের শাহবাগ থানায় নিয়ে যায়।

জানা গেছে, ‘মঞ্চ ৭১’ ব্যানারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশ নিতে ডিআরইউ মিলনায়তনে হাজির হন লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা। অনুষ্ঠানটির শিরোনাম ছিল "আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান"।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘিরে ডিআরইউ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
image

Leave Your Comments