প্রথম দ্বিপাক্ষিক সিরিজে আজ মুখোমুখি বাংলাদেশ-নেদারল্যান্ডস

Date: 2025-08-30
news-banner
বৈশ্বিক আসরে একাধিকবার মুখোমুখি হলেও, এবারই প্রথম বাংলাদেশ সফরে এসেছে নেদারল্যান্ডস দল একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের মাটিতে টাইগারদের মুখোমুখি হয়েছিল ডাচরা। এরপর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ছিল না।

এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন ইতিহাস গড়তে চলেছে দুই দল। বাংলাদেশের জন্য এটি এশিয়া কাপের আগের শেষ প্রস্তুতি। তাই আত্মবিশ্বাস অর্জনের যেমন সুযোগ আছে, তেমনি ভুল করলে সমালোচনার ঝড়ও উঠতে পারে।

র‍্যাঙ্কিংয়ের ব্যবধান খুব একটা নয় — বাংলাদেশ ১০ নম্বরে, নেদারল্যান্ডস ১৩। গত বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল টাইগাররা, তাই আত্মতুষ্টির কোনো জায়গা নেই।

প্রধান কোচ ফিল সিমন্স স্পষ্ট করে বলেছেন, জিততে হলে ভালো খেলতেই হবে। অন্যদিকে ডাচদের কোচ রায়ান কুক, যিনি এক সময় বাংলাদেশের ফিল্ডিং কোচ ছিলেন, জানিয়ে দিয়েছেন তার দলও আত্মবিশ্বাসী।

সবকিছু মিলিয়ে আজ সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে দেখার বিষয়, কার আত্মবিশ্বাস মেলে জয়—বাংলাদেশ, না নেদারল্যান্ডস?
image

Leave Your Comments