ক্রিকেট মাঠের আলোচিত
চরিত্র সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট
বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের
ওয়ানডে সিরিজ দিয়েই দেশের মাটিতে দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটতে পারে এই অলরাউন্ডারের।
বিসিবির বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম সাকিবের ফেরার প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে
সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ শুরু করেছেন।
২০২৪
সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাকিব আল হাসান আর দেশে ফিরতে
পারেননি। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের নামে একাধিক মামলা হওয়ায় এবং
গ্রেপ্তার ও জনরোষের আশঙ্কায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার
পরিকল্পনাও ভেস্তে যায়। তবে বিসিবির ২৪ জানুয়ারির বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে
সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ফর্ম ও ফিটনেস ঠিক থাকলে সাকিবকে আবারও জাতীয় দলের জন্য
বিবেচনা করা হবে। বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, তারা চান সাকিবের মতো বড়
মাপের ক্রিকেটারের দেশের মাটিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা
পূরণ হোক।
মার্চে
তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। বিসিবি কর্মকর্তাদের মতে,
এই সিরিজটিকেই সাকিবের প্রত্যাবর্তনের সেরা সময় হিসেবে ধরা হচ্ছে। বোর্ডের নাম
প্রকাশে অনিচ্ছুক একজন পরিচালক জানান, দেশের রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে
কিছু পরিবর্তন আসায় সাকিব নিজেও এখন দেশে ফেরার বিষয়ে আগের চেয়ে বেশি
আত্মবিশ্বাসী। মাসখানেক আগে থেকেই তিনি বোর্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং
দেশের হয়ে খেলার ব্যাপারে তীব্র আগ্রহ প্রকাশ করেছেন।