সম্ভবত সবচেয়ে কঠিন সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠ ও মাঠের বাইরের নানা ইস্যুতে টালমাটাল দেশের ক্রিকেট। যার প্রভাব পড়েছে মাঠের ক্রিকেটে। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) ঠিক নেই অনেক কিছু। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও জানেন না ভেতরের অনেক কথা। গণমাধ্যমের মুখোমুখি হয়ে আজ সোমবার (২৭ নভেম্বর) এমনটিই জানালেন স্বয়ং বোর্ডপ্রধান।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি আর বেশিদিন নাই। এই টার্মটা বেশিদিন নাই। আর একটা বছর আছে। আপনারা জানেন আমি আর আগের মতো ক্রিকেটের সঙ্গে ইনভলভ নাই। আগে যেমন সব জানতাম, এখন অনেক কিছুই জানি না।’
তবে, যাওয়ার আগে ক্রিকেটের স্বার্থে আবার সবকিছু জানবেন। আগের মতো সবার সঙ্গে বসবেন। সবার কথা শুনবেন। ক্রিকেটের স্বার্থে যা যা করা প্রয়োজন, যাওয়ার আগে করে দিয়ে যাবেন বলেও জানান পাপন।
এ প্রসঙ্গে পাপন বলেন, ‘যাওয়ার আগে আমি সবার সঙ্গে বসব। সবার কথা শুনব। কী কী সমস্যা আছে একদম গভীরে গিয়ে জানব। ক্রিকেটের স্বার্থে, ক্রিকেটের ভালোর জন্য যা যা করা দরকার, সব করব। কারও কথায় নয়, আমার সিদ্ধান্ত আমার মতো করেই নেব। এতে কে পছন্দ করল, কে অপছন্দ করল, তাতে আমার কিছু যায় আসে না। ক্রিকেটের জন্য যা ভালো মনে হয়, একদম কঠিন সিদ্ধান্ত হলেও সেটি আমি নেব।’