সাড়ে ১২ হাজারই ন্যূনতম মজুরি, ‘সামান্য’ বেড়েছে অন্যান্য গ্রেডে

Date: 2023-11-28
news-banner

গত ১২ নভেম্বর মজুরি বোর্ডের খসড়া গেজেট প্রকাশ করেছিল মজুরি বোর্ড। নিয়মানুযায়ী খসড়ার ওপর পরামর্শ ও সুপারিশের জন্য ১৪ দিন সময় রেখে ২৬ নভেম্ববর রবিবার মজুরি চূড়ান্ত করার জন্য সপ্তমবারের মতো বৈঠকে বসে মজুরি বোর্ড।

মজুরি বোর্ডের চেয়ারম্যান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘খসড়া গেজেটে ৫টি গ্রেড ছিল; সেটি আমরা ৪টায় নিয়ে এসেছি। সর্বনিম্ন গ্রেডে (৫ম) যে ১২ হাজার ৫০০ টাকা ছিল সেটি ঠিকই রাখা হয়েছে। অর্থাৎ এখনকার চতুর্থ গ্রেডেও ১২ হাজার ৫০০ টাকা মজুরি হবে।’

আগের চতুর্থ গ্রেডকে তৃতীয় গ্রেডের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। ফলে চতুর্থ গ্রেডে যাদের মজুরি ১৩ হাজার ২৫ টাকা পাওয়ার কথা ছিল তারা তৃতীয় গ্রেডের ১৩ হাজার ৫৫০ টাকা করে পাবেন। দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ২৭৩ টাকা করা হয়েছে। প্রথম গ্রেডে ১৪ হাজার ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার ৩৫ টাকা করা হয়েছে।

চেয়ারম্যান আরো বলেন, ‘মালিকপক্ষ ও শ্রমিক পক্ষ থেকে যে আপত্তি দিয়েছিল সেটি পর্যালোচনা করে আজ চূড়ান্ত করেছি। মালিকপক্ষ থেকে ১৭৩টি সংগঠন আপত্তি ও সুপারিশ দিয়েছে। শ্রমিক সংগঠন থেকে ২৫টি সংগঠন আপত্তি ও সুপারিশ করেছে।’

মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেন,‘ শ্রমিক পক্ষের মূল দাবি ছিল একটি গ্রেড কমানো। কারণ, হেলপার যখন অপারেটর গ্রেডে আসে অর্থাৎ পঞ্চম গ্রেড থেকে যখন চতুর্থ গ্রেডে আসে সেখানে বেতনের পার্থক্য খুবই কম। সে কারণে চতুর্থ গ্রেডকে তৃতীয় গ্রেডের সঙ্গে মার্জ করা হয়েছে। আজকের মজুরিটা সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়েছে।’

image

Leave Your Comments