আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর মাগুরা-১ আসনের ভোটার হতে আবেদন করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সোমবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনে গিয়ে তিনি ভোটার স্থানান্তরের আবেদন করেন।
জানা গেছে, সাকিব আল হাসান বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার। এখন তিনি স্থায়ী ঠিকানা মাগুরায় ভোটার হতে চান। তিনি ভোটার এলাকা পরিবর্তন করে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে স্থানান্তরের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন।
এদিন সাকিব আল হাসান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীরের সঙ্গে দেখা করেন।
এর আগে, রোববার (২৬ নভেম্বর) ২৯৮ আসনে নৌকার প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। এতে মাগুরা-১ আসনে সাকিব আল হাসানকে মনোনয়ন দেওয়া হয়। আসনটিতে বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর।