আজ থেকেই চালু হচ্ছে ঢাকা-কলকাতা রুটে পর্যটকবাহী লঞ্চ

Date: 2023-11-29
news-banner
বাণিজ্যিকভাবে ঢাকা থেকে কলকাতা পর্যটকবাহী নৌযান চালু করছে কার্নিভাল ক্রুজ লাইন্স নামের একটি কোম্পানি। বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জের পাগলায় ভিআইপি ঘাট মেরি অ্যান্ডারসন থেকে এমভি রাজারহাট-সি নামে নৌযানটি কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে। প্রথম ট্রিপে এ লঞ্চে ৫০ জন পর্যটকসহ যাত্রী থাকবে প্রায় ১০০ জন।

এমকে শিপিং লাইন্স করপোরেশন সূত্রে জানা যায়, এমভি রাজারহাট-সি জাহাজটির ধারণক্ষমতা ৩০০ থেকে ৩৫০ জনের। এটি সুন্দরবনের আংটিহারায় ভারত-বাংলাদেশ নৌ চেকপোস্টে কাস্টমস ও ইমিগ্রেশন সম্পন্ন করে ১ ডিসেম্বর সকালে কলকাতার বাবুঘাট পুলিশ জেটিতে পৌঁছাবে। সেখান থেকে ৪ ডিসেম্বর সকাল ১০টায় ফিরতি যাত্রায় নৌযানটি বাংলাদশের উদ্দেশে যাত্রা করবে।

কার্নিভাল ক্রুজ লাইন্সের পরিচালক সংবাদ মাধ্যমকে বলেন, প্রাথমিক অবস্থায় আমাদের নৌযানটি মাসে দুটি ট্রিপে যাত্রী নিয়ে কলকাতায় যাবে এবং ঢাকায় ফিরবে। প্রথম দিকে সময় কম-বেশি পরিবর্তন হতে পারে। বুধবার প্রায় ৫০ জন যাত্রী থাকবে। কিছু বিআইডব্লিউটিএ কর্মকর্তা আমাদের সঙ্গে যাবেন। যেহুতু প্রথম যাত্রা, তাই নিরাপত্তা ও অফিশিয়াল কিছু কাজ রয়েছে। তারা বিভিন্ন বিষয়ে তদারক করবেন। কিছু দিক নির্দেশনা দেবেন।

তিনি বলেন, সর্বনিম্ন ৬ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ভাড়ার ক্যাটাগরি রয়েছে। যারা এখান থেকে যাবে তারা চাইলে দুইদিন নৌযানেই থাকার সুবিধা নিতে পারবেন। একই সঙ্গে যারা পরিবার নিয়ে ভ্রমণ করবেন তাদের সঙ্গে থাকা ১০ বছরের কম বয়সী দুই বাচ্চার বিনা টিকিটে ভ্রমণের সুযোগ থাকবে।

ভাড়ার তালিকা:
১) ঢাকা থেকে কলকাতার সিঙ্গেল স্লিপারের ভাড়া ৬ হাজার টাকা
২) ডাবল স্লিপার ১০ হাজার ২০০ টাকা
৩) সিঙ্গেল কেবিন ১২ হাজার টাকা
৪) ডাবল কেবিন ২০ হাজার ৪০০ টাকা
৫) ফ্যামিলি কেবিন ২৫ হাজার ২০০ টাকা
৬) ভিআইপি কেবিন ৩০ হাজার টাকা
৭) প্রিমিয়াম ভিআইপি কেবিন ৫০ হাজার ৪০০ টাকা
image

Leave Your Comments