মালয়েশিয়ায় নিহত তিন বাংলাদেশির পরিচয় মিলেছে

Date: 2023-11-29
news-banner
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে বাংলাদেশি তিন শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে দেশটির পেনাং রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জন হলেন—বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম ও পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের মোহাম্মদ ওসমান মন্ডলের ছেলে মো. আহাদ আলী।

মালয়েশিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ভবন ধসে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যু হয়। আহত দুই শ্রমিকের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ গণমাধ্যমকে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আহত দুই শ্রমিক বর্তমানে পেনাং জেনারেল হসপিটালে চিকিৎসাধীন।

নিহত তিন জনের মরদেহ ওই একই হাসপাতালে রাখা আছে বলে জানান তিনি।

মারুফ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ. এস. এম. জাহিদুর রহমান ও আইন সহকারী সুকুমারান সুবরামানিয়ম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত তিন শ্রমিকের মরদেহ বাংলাদেশে পাঠাতে হাইকমিশন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।
image

Leave Your Comments