নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা রওশন এরশাদের

Date: 2023-11-29
news-banner

নিউজ ডেস্ক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে রওশন এরশাদ ও তার অনুসারীরা।


বুধবার (২৯ নভেম্বর) অনুসারীদের সঙ্গে রূদ্ধদ্বার বৈঠকে এমন সিদ্ধান্ত নেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা।


নির্বাচনের প্রস্তুতি নিলেও দলের চেয়ারম্যান ও মহসচিবের অসহযোগিতা এবং পরীক্ষিত নেতাদের মনোনয়ন না দেওয়ায় নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান রওশন এরশাদ।


এদিকে রওশন এরশাদের জন্য ফাঁকা রাখা ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। আসনটিতে মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু মুসা সরকার। আবার রওশন এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদও যে আসনের সংসদ সদস্য সেখানে দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।


এনিয়ে জাপার যুগ্মদপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন, ম্যাডামের জন্য রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। কেউ তার মনোনয়ন নিতে আসেননি। বৃহস্পতিবার যেহেতু মনোনয়ন জমা দেওয়ার শেষদিন তাই এই আসনটি যেন খালি না থাকে সেই জন্য ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু মুসা সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। ম্যাডাম মনোনয়ন নিলে আবু মুসাকে প্রত্যাহার করতে বলা হবে।

image

Leave Your Comments