২০২৬ বিশ্বকাপেও খেলবেন মেসি

Date: 2023-12-02
news-banner
কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে বিশ্বের সেরা ফুটবলার বনে গেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে সব ট্রফি ছুঁয়ে দেখেছেন এই ক্ষুদে যাদুকর। স্বপ্নকে পাড়ি দেওয়া মেসি এখন উপভোগ করছেন ফুটবল। বিশ্বকাপের পর বছরের শুরুতে বলেছিলেন কাতার বিশ্বকাপই হয়তো তার শেষ। বিশ্বকাপে আর নামবেন না লিওনেল মেসি। তবে বছর ঘুরতেই মত বদলাচ্ছেন লা পুলগা! আর্জেন্টাইন এই তারকা আভাস দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপেও তিনি নামতে পারেন। আর এমনটায় জানায় সম্প্রতি আর্জেন্টিনার স্টার প্লাসকে দেওয়া একটি সাক্ষাৎকারে।

লিওনেল মেসি এর আগেও বেশ কয়েকবার আগামী বিশ্বকাপে খেলার প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছিলেন, ২০২৬ সালের আসরে খেলবেন কিনা, তা এখনই বলতে পারছেন না তিনি। আগের বারের মতো এবার সুর মেলালেন তেমন করেই। সম্প্রতি আর্জেন্টিনার স্টার প্লাসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানে তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনার হয়ে খেলে যেতে চাই। তবে আমার ভাবনায় এখন কোপা আমেরিকা।’
বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বকাপের কথা এখনই ভাবতে চাই না। তবে বিশ্বকাপ খেলব না সেই কথা আমি এখনই বলছি না। ২০২৬ সালে আমার ৩৯ বছর বয়স হবে। ওই বয়সে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলা কঠিন। তবে অনেক কিছুই ঘটতে পারে।’

কাতার বিশ্বকাপ জিতে অবসর নেয়ার ব্যাপারে মনস্থির করেছিলেন মেসি। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করেন তিনি। আর্জেন্টাইন তারকা বলেন, ‘২০২২ বিশ্বকাপের পরে মনে হয়েছিল অবসর নিয়ে নেব। তবে এখন আমি দলের সঙ্গে থাকতে চাই। আগের থেকেও বেশি করে থাকতে চাই। বিশেষ মুহূর্ত উপভোগ করছি আমরা। আগামী দুই তিন বছরের কথা না ভেবে এখনকার সময়টা পুরোদস্তুর উপভোগ করতে চাই।’

আট বারের ব্যালন ডি'অর জয়ী মেসির নেতৃত্বে আর্জেন্টিনার সোনালি সফর চলছে। ব্রাজিলের মাটিতে গিয়ে কোপা আমেরিকা জিতেছে। ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতেছে নীল-সাদা জার্সিধারীরা। তার পরে কাতারে বিশ্বজয় করেছে লাতিন আমেরিকার দেশটি। এদিকে আসন্ন কোপা নিয়ে মেসি বলেন, ‘আশা রাখি কোপা আমেরিকায় আমরা ভালো করব।’
image

Leave Your Comments