নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই সিদ্ধান্তকে হাসি-তামাশার নজিরবিহীন নাটক বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৩ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘ইসির বদলির সিদ্ধান্ত আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল ইউএনও–ওসিদের রদবদল মাত্র। দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার, বাড়ি-ঘরে তল্লাশি ও হামলার মতো এক ভয়ানক সহিংস পরিবেশের মধ্যে নির্বাচন কমিশন কীসের প্রশাসনিক রদবদল করছে?বিএনপির নেতাকর্মীরা যখন ঘর ছাড়া, এলাকা ছাড়া তখন নির্বাচন কমিশনের এমন নির্বাচন আয়োজনের প্রতি জনগণের মোটেও ভ্রূক্ষেপ নেই। যে নির্বাচনে ৬০টিরও বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না সেই নির্বাচন নিয়ে এত তোড়জোড় করতে কীসের কৃতিত্ব দেখাচ্ছেন কাজী হাবিবুল আউয়াল।
তিনি আরও বলেন, ‘পুরুষশূন্য বাড়িগুলো হামলা চালিয়ে ধ্বংস করছে। বাড়ির নারীদের অপদস্থ করছে। এমন পরিস্থিতিতে আতঙ্ক-উদ্বেগ শুধু বিএনপির পরিবারগুলোতেই বিরাজ করছে না। সাধারণ ভোটাররাও অজানা আশঙ্কায় সন্ত্রস্ত হয়ে আছে। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড করে সাংবাদিকসহ সাধারণ নেতাকর্মীকে পৈশাচিকভাবে নিহত ও আহত করা হয়েছে। ‘
এসময় তিনি অভিযোগ করে বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও সহযোগী সংগঠনের মোট ২৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দেয়া হয়েছে ১০টি, আসামি ৯৮৫ জন। আহত হয়েছে ৫০ জন, মৃত্যু ১ জন।