নাশকতার আট মামলায় নিপুণ রায়কে আগাম জামিন

Date: 2023-12-04
news-banner
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। নাশকতার আট মামলায় তার এই জামিন দেন আদালত। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত এই আগাম জামিন মঞ্জুর করেন বিচারক।

সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রাজধানীর রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় তাকে জামিন দেওয়া হলো।

আদালত থেকে বের হয়ে নিপুন রায় চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেশের জনগণের। বিএনপিকে ভাঙ্গার চেষ্টা করেছে সরকার। কিন্তু এই অবৈধ সরকারের সেই প্রচেষ্টা সফল হয়নি। তারেক রহমানের নের্তৃত্বের কারণেই বিএনপিকে ভাঙ্গতে পারেনি সরকার।
আগাম জামিন পাওয়া যাদের ‘হক’ তাদের বিষয়ে প্রধান বিচারপতি সুদৃষ্টি দেবেন বলেও তিনি প্রত্যাশা করেন।
image

Leave Your Comments