নিজ গ্রামে যশোরে যাওয়ার সময় পদ্মা সেতু পার হতেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শেলি আহসান। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি না হলেও শারীরিকভাবে আঘাত পেয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেই।
শেলি আহসান বলেন, মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে সোহাগ পরিবনের স্ক্যানিয়া ডাবল ডেকার বাসে চড়ে যশোরে নিজ গ্রামে যাচ্ছিলেন তিনি। এসময় পদ্মা সেতু পার হওয়ার পরে একটি কাভার্ড ভ্যান আমাদের বাসটিকে অতিক্রম করতে গিয়ে সামনে আকস্মিকভাবে দাঁড়িয়ে যায়। বাসটি গিয়ে সজোরে আঘাত করে ভ্যানটিকে। মুহূর্তের মধ্যেই বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
পুরো ঘটনার ধকল এখনও কাটিয়ে উঠতে পারেননি এই অভিনেত্রী। তার ভাষায়, বুঝে উঠতে পারছিলাম না কী হলো! আরো অনেক কিছুই ঘটতে পারতো আল্লাহর রহমতে বেঁচে গেছি। আমাদের বের হতে হয়েছে জানালা ভেঙে। পরে অন্য বাসে করে আমি যশোরের দিকে রওনা দেই।
প্রসঙ্গত, মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে মায়ের ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন শেলি আহসান। এছাড়াও একাধিক নাটক ও কয়েকটি সিনেমাতেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি।