আজ বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস

Date: 2023-12-06
news-banner
আজ বুধবার (৬ই ডিসেম্বর) বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস । ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। 

এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে মৈত্রী দিবস হিসেবে পালন করা হয়। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০২১ সালের মার্চে ঢাকা সফরের সময় দিবসটি পালনের সিদ্ধান্ত হয়েছিল।
সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ও ভারত প্রতিবছর এ দিনটিকে আনুষ্ঠানিকভাবে মৈত্রী দিবস হিসেবে পালন করে আসছে। এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উভয় দেশে দিনটি পালিত হচ্ছে।

বাংলাদেশের স্বাধীনতার ১০ দিন আগে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশগুলোর মধ্যে একটি।

মৈত্রী দিবসের আয়োজন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও চিরস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন, একই সঙ্গে রক্ত ও ত্যাগ স্বীকারের ইতিহাস।
image

Leave Your Comments