গত ৩৯ দিনে ২৫০ যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে: ফায়ার সার্ভিস

Date: 2023-12-06
news-banner
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন থেকে গত ৩৯ দিনে ২৫০টি যানবাহনে অগ্নিসংযোগের তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত ২৫০টি যানবাহনে ও ১৫টি স্থাপনায় অগ্নিসংযোগ এবং একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আগুন দেওয়া যানবাহনের তালিকায় রয়েছে ১৫৫টি বাস, ৪৩টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, আটটি মোটরবাইক ও ২৩টি অন্যান্য গাড়ি।

সর্বশেষ এদিন সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তিনটি যানবাহনে আগুন লাগানোর খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে একটি, গাইবান্ধায় একটি ও শেরপুরে একটি করে যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় একটি বাস ও দু’টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ও ২৫ সদস্য কাজ করেছেন।
image

Leave Your Comments