চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত ১১টার পরে নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, গাড়িটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। চালক খালি গাড়ি পার্কিং করে চায়ের দোকানে যায়। হঠাৎ গাড়িতে পেছন থেকে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। তবে আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এদিকে, বাসে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের আজ দ্বিতীয় দিন চলছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও এক দফার দাবিতে এ কর্মসূচি দিয়েছে তারা।