ধূমপান নিষিদ্ধ হচ্ছে না নিউজিল্যান্ডে

Date: 2023-12-07
news-banner

দেশজুড়ে ধূমপান নিষিদ্ধের পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। জাসিন্ডা আর্ডার্নের নেতৃত্বাধীন সরকার ধূমপান নিষিদ্ধের পরিকল্পনা হাতে নিয়েছিল। ওই পরিকল্পনা অনুযায়ী, ২০০৮ সালের পরে জন্ম দেওয়া ব্যক্তিরা আগামী বছর থেকে নিউজিল্যান্ডে সিগারেট কিনতে পারতেন না। খবর বিবিসি'র।


নিউজিল্যান্ডে প্রতিরোধযোগ্য মৃত্যুর শীর্ষ কারণ হচ্ছে ধূমপান। তরুণ প্রজন্ম যেন এই অভ্যাস থেকে বিরত থাকতে পারে, এজন্য এই পরিকল্পনা হাতে নিয়েছিল নিউজিল্যান্ড সরকার। তবে নিউজিল্যান্ডের বর্তমান সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এলো।


এদিকে হঠাৎ করে আগের সিদ্ধান্ত থেকে সরে আসার কড়া সমালোচনা করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওটাগো বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও একজন তামাক নিয়ন্ত্রণ গবেষক অধ্যাপক রিচার্ড এডওয়ার্ড বলেন, আমরা আতঙ্কিত এবং বিরক্ত। এটি বিশ্ব-নেতৃস্থানীয় চমৎকার স্বাস্থ্য ব্যবস্থার একটি অবিশ্বাস্য বিপরীতমুখী পদক্ষেপ।

image

Leave Your Comments