ভারতের স্থলভাগে উঠে শক্তি হারিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে।েআজও দেশের আট বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা বলেন, শুক্রবার (৮ ডিসেম্বর) থেকেই বৃষ্টির প্রবণতা কমতে পারে। বৃষ্টির প্রবণতা কমে গেলে রাতের তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে।
এদিকে বুধবার (৬ ডিসেম্বর) রাত থেকেই চট্টগ্রামে হালকা বৃষ্টি হচ্ছে। গত দুদিন ধরে চট্টগ্রামের আকাশ ছিল মেঘে ঢাকা। ছিল হালকা বৃষ্টির আবাস।বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।