মিয়ানমার সেনাপ্রধানের নামে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

Date: 2023-12-07
news-banner
আন্তর্জাতিক ডেস্করোহিঙ্গা গণহত্যায় জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংসহ সাত জনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে রোহিঙ্গাদের একটি মানবাধিকার সংগঠন।

বুধবার আর্জেন্টিনার আদালতে “রোহিঙ্গা নিপীড়নের পেছনে দায়ী” এই  সাত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে। 

এতে বলা হয়, “যারা গণহত্যায় জড়িত, আইনের হাত থেকে তাঁদের পলানোর কোনো পথ থাকা উচিত নয়। প্রসঙ্গত আর্জেন্টাইন সংবিধানের ‘সার্বজনীন ন্যায়বিচার’ নীতির আওতায় যেকোনো দেশে সংগঠিত গুরুতর অপরাধের বিচার করার সুযোগ রয়েছে। এই নীতির আওতাতেই বর্তমানে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংগঠিত নিপীড়নের শুনানি হচ্ছে আর্জেন্টিনার আদালতে। 

২০২১ সালে বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের আবেদনের প্রেক্ষিতে শুরু হওয়া এই শুনানিতে প্রাথমিকভাবে ২০১৭ সালের ২৭ আগস্ট রাখাইন রাজ্যের রথিডং এলাকায় সংগঠিত অপরাধের তদন্ত বিষয়ে শুনানি চলছে। এরই অংশ হিসেবে বুধবার এই সাত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায় বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন।

সাত কর্মকর্তার মধ্যে থাকা অন্যরা হলেন, মিয়ানমার সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ইন চিফ সোয় উইন, স্পেশাল অপারেশন ব্যুরোর কমান্ডার অং কিয়া জ, পশ্চিমা কমান্ডের সেনাপ্রধান মং মং সোয়, সেনাবাহিনীর লাইট ইনফেন্ট্রি ব্যাটেলিয়নের কমান্ডার অং অং, পুলিশ কর্মকর্তা কিয়া শেয় এবং গ্রামপ্রধান অং সান মিয়া।
image

Leave Your Comments