আওয়ামী লীগের সঙ্গে আসন নিয়ে কোনো কথা হয়নি: চুন্নু

Date: 2023-12-07
news-banner
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলটির কয়েকজন নেতার সঙ্গে একান্তে বৈঠক করলেও সেখানে আসন বণ্টন নিয়ে কোনো কথা হয়নি বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে এককভাবে নির্বাচন করবে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চুন্নু এসব কথা বলেন। বুধবার রাতের বৈঠক প্রসঙ্গে চুন্নু বলেন, আওয়ামী লীগের সঙ্গে বুধবার রাতে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে আসন বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি। শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে।

জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টির নির্বাচন বর্জনের সংস্কৃতি নেই। তাই গণতান্ত্রিক পদ্ধতি চলমান রাখতেই নির্বাচনে যাবে জাতীয় পার্টি। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে।

বৈঠকের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতাসীনদের কোনো প্রার্থী যেন ভয়ভীতি দেখাতে না পারে সেজন্য আওয়ামী লীগের কাছে নিশ্চয়তা চাওয়া হয়েছে। বর্তমানে আওয়ামী লীগের চেয়ে এন্টি আওয়ামী লীগের ভোট বেশি। সুষ্ঠু ভোট হলে বিপুল আসনে জয়লাভ করবে জাতীয় পার্টি। ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারলে ৯১ সালের মতো নীরব ভোট বিপ্লব হতে পারে।
image

Leave Your Comments