রবিবার (১০ ডিসেম্বর) নগরীর ৩৭নং মুনির নগর ওর্য়াড়স্ত ঝনক সোসাইটি সানলিট কিন্ডারগার্টেন স্কুল প্রাণঙ্গনে নাচ, গান, ও সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে সানলিট কিন্ডারগার্টেন স্কুলের ২০ বছর পূর্তি উৎসব।
সকালে শুরু হওয়া এই আয়োজনটি র্যালির মাধ্যমে শুরু হয়। র্যালিটি স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুলে গিয়ে শেষ হয়। র্যালিতে স্কুলের প্রতিষ্ঠাতা হোসেন রিন্টু, অধ্যক্ষ শাজাহান আলীসহ স্কুলটির বিভিন্ন ক্লাসরে শিক্ষার্থী, শিক্ষক ও স্কুল সংশ্লিষ্টরা অংশ নেন।
অধ্যক্ষ শাজাহান আলীর সভাপতিত্বে এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠিতা হোসাইন রিন্টু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, ইব্রাহিম খোকন জিকু, জুলফিকার আলী ভুট্টো, নির্মল চন্দ্র দাশ, কাজী মনিরুল ইসলাম, মিজানুর রহমান শামসুদ্দিন টুনু।
পরিশেষে স্কুলের শিক্ষক ও সমন্বয়কদের সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা গান, নাচে মাতিয়ে রাখে পুরো আয়োজন।