মেসি-রোনালদোর আরেকটি দ্বৈরথ

Date: 2023-12-12
news-banner
চলতি বছরের জানুয়ারিতে মুখোমুখি হয়েছিল পিএসজি ও রিয়াদ একাদশ। প্রীতি ম্যাচটিতে সৌদি প্রো লিগের দুই দল আল-হিলাল ও আল-নাসেরের তারকাদের নিয়ে রিয়াদ একাদশ সাজানো হয়েছিল। কিং ফাহাদ স্টেডিয়ামের সেই ম্যাচকে ঘিরে দর্শকদের আকাশচুম্বী আগ্রহের কারণ ছিলেন পিএসজির লিওনেল মেসি ও রিয়াদ একাদশের ক্রিস্টিয়ানো রোনালদো। অনেকদিন পর ফুটবল মাঠে মুখোমুখি হয়েছিলেন লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো।

এবার মেসি-রোনালদোর আরেকটি দ্বৈরথ হয়তো দেখতে পাবে ফুটবলভক্তরা। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে যাচ্ছে। প্রাক-মৌসুম প্রস্তুতিতে ক্লাবটি সফর করবে সৌদি আরবে। অংশ নেবে রিয়াদ সিজন কাপের দুটি ম্যাচে।

ম্যাচ দুটির সূচি আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছে ইন্টার মায়ামি। ২০২৪ এর ২৯ জানুয়ারি আল-হিলাল এবং ১ ফেব্রুয়ারি আল-নাসেরের বিপক্ষে খেলবে দলটি।

ভক্তদের যত আগ্রহ আল-নাসেরের বিপক্ষে মায়ামির ম্যাচটি নিয়ে। পিএসজি ছেড়ে মেসি এখন মায়ামির অধিনায়ক। নাসেরে আগে থেকেই আছেন রোনালদো। তিনিও ক্লাবটির অধিনায়ক। রিয়াদের কিংডম অ্যারেনায় তাই আরেকটি-মেসি রোনালদো দ্বৈরথ দেখতে মুখিয়ে দুজনের ভক্তরা।

দল ছাপিয়ে এখানে মুখ্য হয়ে উঠেছেন মেসি-রোনালদো। দুজনেরই বয়স হয়েছে। জেতার নেই কিছু, নেই হারানোর কিছুও। দুজনই জানিয়েছেন, ক্যারিয়ারের বাকি সময় কেলাটাকে উপভোগ করে যেতে যান তারা। তারা যত নির্ভারই থাকুন, ঝাঁজ থেকেই যায়। ভক্তরা বুঁদ হবে দুই মহাতারকার লড়াইয়ে। হোক প্রীতি ম্যাচ, তবুও মেসি-রোনালদো বলে কথা!
image

Leave Your Comments