আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন, বাতিল ৩৫

Date: 2023-12-12
news-banner
নির্বাচন কমিশনে আপিল শুনানির তৃতীয় দিনে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন। এ নিয়ে তিন দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৬৮ জন।

মঙ্গলবার আগারগাঁও নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে ইসির এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

এদিন ৩৫ প্রার্থীর আবেদন নামঞ্জুর হয়। আর ৪ জনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইসি।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রার্থীর পক্ষে তার আইনজীবী ও প্রার্থী সশরীরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত ছিলেন।

শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়া উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে রয়েছেন, কুমিল্লা-১ আসনের ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা মো. নাসির উদ্দিন, ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. বশির উদ্দিন, যশোর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন সুলতান, ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনি, সুনামগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান, রংপুর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম, কুমিল্লা-১১ আসনের গণফোরামের প্রার্থী আব্দুর রহমান, কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাসুম ইকবাল, নোয়াখালী-২ আসনের কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম, ঝালকাঠি-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামান, মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১২ আসনের বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী এম. এ মতিন, মৌলভীবাজার-৩ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. আব্দুর রউফ, নোয়াখালী-২ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট রবিউল হোসাইন, সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল হক, কুমিল্লা-২ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আবদুছ সালাম, ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জেড আই রাসেল, সিলেট-২ আসনের বাংলাদেশ কংগ্রেসের মো. জহির, সিলেট-৪ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন, সিলেট-৩ আসনের ইসলামী ঐক্যজোটের প্রার্থী মইনুল ইসলাম, নোয়াখালী-৩ আসনের জাসদের প্রার্থী জয়নাল আবদীন, কুমিল্লা-১০ আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী এম অহিদুর রহমান, লালমনিরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হালিমা খাতুন, খুলনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী, নীলফামারী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইমরান কবির চৌধুরী, গাইবান্ধা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার, ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী খান, ঢাকা-১৯ আসনের বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মো. আবুল কালাম আজাদ, ঢাকা-৭ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী হাজি মোহাম্মদ ইদ্রিস ব্যাপারী, নরসিংদী-৫ আসনের বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রার্থী বিটু মিয়া, নরসিংদী-৩ আসনের গণফোরামের প্রার্থী মো. মাহফুজুর রহমান, ফেনী-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার ইকবাল, রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ওবায়দুল, নোয়াখালী-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মুসফিকুর রহমান এবং ঢাকা-১৮ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ মফিজুর রহমান প্রমুখ।

অন্যদিকে আপিলেও যে ৩৫ জন প্রার্থিতা পাননি তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, বরিশাল-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মিজানুর রহমান, বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মেজবাউল আলম, খুলনা-৫ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী এস. এম. এ. জলিল, চাঁদপুর-৫ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী মো. মনির হোসেন মজুমদার, কক্সবাজার-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইসহাক, কুমিল্লা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী এম. তমিজ উদ্দিন ভূঁইয়া, টাঙ্গাইল-৪ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী এস. এম আবু মোস্তফা, বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আমজাদ হোসেন, কুমিল্লা-৫ আসনের ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. শাহ আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলার বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হাবিবুর রহমান, চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মনজুর আলম, নোয়াখালী-৪ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী এস এম রহিমুল্লাহ, গাইবান্ধা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাজেদুর রহমান, খুলনা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু, গাইবান্ধা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম, ঢাকা-১৩ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. শাহ আলম, চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ওসমান গণি, লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম, ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদ খান, রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. নিপু হোসেন এবং ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিনা প্রমুখ।

গতকাল সোমবার ৯৯টি আপিল আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৫১ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন, আপিল আবেদন না মঞ্জুর হয়েছে ৪১টি। ছয়টি আপিল শুনানির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি ইসি। আর দুইটি আপিল শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। এর আগে রবিবার আপিল শুনানি হয় ৯৪ জনের। এর মধ্যে ৫৬ জন প্রার্থিতা ফেরত পান।

রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা শেষ হয় গত শনিবার। আপিল দায়েরের ৫ দিনে মোট ৫৬১টি আপিল জমা পড়ে। প্রথম দিন ৪২, দ্বিতীয় দিন ১৪১, তৃতীয় দিন ১৫৫, চতুর্থ দিন ৯৩ জন এবং পঞ্চম দিন ১৩০ জন আপিল আবেদন করেন। এসব আপিল আবেদনের মধ্যে ৩২জন আবেদন করেন বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি কার্যক্রম শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনের প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে। চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট হবে আগামী ৭ জানুয়ারি।
image

Leave Your Comments