প্রার্থিতা ফিরে পেতে ১৬ প্রার্থীর রিট

Date: 2023-12-12
news-banner
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্যের মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন ১৬ প্রার্থী। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেতে এসব আবেদন করেন তাদের আইনজীবীরা। 

এদিন ইসি সিদ্ধান্তের বিরুদ্ধে যেসব প্রার্থী হাইকোর্টে রিট দায়ের করেছেন তারা হলেন- আব্দুর রহিম ভুঁইয়া, কুড়িগ্রাম-৩; মো. তাজুল ইসলাম, কুড়িগ্রাম-১ (কংগ্রেস); মো হামিদুল হক, বগুড়া-১ (ডেমোক্রেটিক পার্টি); মোহাম্মদ হুমায়ুন কবির, কুমিল্লা-৫; আবু সায়েম চৌধুরী,চাঁদপুর-৩; মোহাম্মদ  জশিম উদ্দি, মানিকগঞ্জ- ৩ (তৃণমূল বিএনপি); মো. নুরুল  বশার,  কক্সবাজার-৪; এবং সোহানা তাহমিনা, মুন্সিগঞ্জ-২।

এছাড়া মো, মাসুদ রানা, ঢাকা-১০; মো. ফজলুল হক, কুড়িগ্রাম -৩; মোছা. তনময় আক্তার, জেলা- রাজশাহী; নাজিম উদ্দিন, সিলেট-৪; মো. তাজুল ইসলাম, চাঁদপুর-৩; আব্দুল মান্নান শিকদার, ঢাকা-৭; মো. দিদার হোসেন, চট্টগ্রাম-৬ এবং এ বি এম মোস্তফা খালেদ, ময়মনসিংহ-৯ ইসি সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেছেন।
image

Leave Your Comments