গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টর দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে রেলওয়ের মহাপরিচালক এ কথা জানান।
রেলওয়ে মহাপরিচালক বলেন, নিহতের পরিবারকে রেলের পক্ষ থেকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া যারা আহত হয়েছেন তাদের খুঁজে পাওয়া কঠিন হবে। তবে যদি কেউ ক্ষতিপূরণ দাবি করে তাহলে রেলওয়ের পক্ষ থেকে অনুদান দেওয়া হবে। রেলের এ দুর্ঘটনায় তিনশ স্লিপার ও তিনশ ফুট রেলের পাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ রেলপথের ভাওয়াল স্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে আসলাম হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।