দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সময়মতো মনোনয়ন জমা না দেওয়া প্রার্থীদের রিট খারিজ

Date: 2023-12-13
news-banner
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে যারা সময়মতো মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিষয়ে একাধিক রিট আবেদনের শুনানি করে আজ বুধবার (১৩ ডিসেম্বর) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এমন আদেশ দেন।

আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে আগ্রহ প্রকাশ করা যাদের মনোনয়নপত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর নেই তাদের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। অন্যদের আবেদন আগামীকাল শুনবেন আদালত।

৭ জানুয়ারিকে ভোটের তারিখ ধরে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
এর মধ্য যারা সময়মতো মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের কেউ হাইকোর্টে রিট আবেদন করেন।

সময়মতো মনোনয়ন জমা দিতে না পারা ব্যক্তিদের বিষয়ে গত শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছিলেন, সময়মতো হাজির হয়ে যদি মনোনয়নপত্র জমা দিতে না পারেন, তারা হাইকোর্টে যাবেন। হাইকোর্ট নির্দেশনা দিলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন। হাইকোর্ট থেকে যদি তারা প্রতিকার না পান সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু করণীয় নেই। ইসির অতিরিক্ত সচিবের এমন বক্তব্যের পর হাইকোর্টের পক্ষ থেকে এমন আদেশ এলো।
image

Leave Your Comments