রামুতে গহীন বনে অস্ত্র কারখানার সন্ধান, আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

Date: 2023-12-13
news-banner
কক্সবাজারের রামু উপজেলায় গহীন বনে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

র‍্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাতে উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা তুলাতলী পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় র্যাব।
এর আগে মঙ্গলবার বিকেলে অভিযান শুরু হয়। কারখানাটি থেকে দেশীয় তৈরি ১০টি বন্দুক, ১০টি রাইফেলের গুলি, ১২টি কার্তুজসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অস্ত্র তৈরির কাজে জড়িত থাকার অভিযোগে জাফর আলম (৪১), লাল মিয়া (৫৮) মাঈন উদ্দিন (৪৩) ও শাহাব উদ্দিনকে (৪০) আটক করা হয়েছে বলে জানান সাজ্জাদ।
তিনি আরও জানিয়েছেন, আটক চার জন ঈদগড়ের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তবে অভিযান টের পেয়ে কারখানাটির মালিক ও অস্ত্র তৈরির প্রধান কারিগর মনিউল হক পালিয়ে গেছেন।

সাজ্জাদ হোসেন জানান, কারখানাটি থেকে দুই কারিগরকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও দুই কারিগরকে ধরা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেন এই র্যাব কর্মকর্তা।
image

Leave Your Comments