তুরস্কের পার্লামেন্টে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এমপির মৃত্যুবরণ

Date: 2023-12-14
news-banner
নিউজ ডেস্কঃ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সরকারের যুদ্ধনীতির সমালোচনা করে বক্তৃতা শেষ করার সময় পার্লামেন্টে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বিরোধীদলীয় আইনপ্রণেতা হাসান বিৎমেজ। এর দুদিন পর পর বৃহস্পতিবার ৫৪ বছর বয়সী বিরোধী তুর্কি এই আইনপ্রণেতা মারা গেছেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা সাংবাদিকদের বলেছেন, বিরোধী ফেলিসিটি (সাদেত) পার্টির সংসদ সদস্য হাসান বিৎমেজ (৫৪) আঙ্কারা সিটি হাসপাতালে মারা গেছেন। তুরস্কের পার্লামেন্টের ওয়েবসাইটে দেওয়া এই আইনপ্রণেতার জীবনীতে লেখা হয়েছে, মিসরের কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছিলেন তিনি। পরে দেশের রাজনীতিতে যোগ দেন তিনি। তুরস্কের ইসলামিক ইউনিয়ন রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ছিলেন বিৎমেজ। তার আগে দেশটির একটি ইসলামিক বেসরকারি সংস্থায় কাজ করেছিলেন তিনি।

তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা ছিলেন। সংসদ অধিবেশন সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল। এতে দেখা যায়, মঙ্গলবার সাধারণ পরিষদের আগে সংসদে ইসরায়েলের নীতি নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি। বক্তৃতা শেষ করার সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি।

গাজায় যুদ্ধ চলা সত্ত্বেও ইসরায়েলের সাথে তুরস্ক বাণিজ্য অব্যাহত রাখায় প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘একে পার্টির’  তীব্র সমালোচনা করেন হাসান বিৎমেজ।

মঞ্চে পোডিয়ামের সামনে ‘‘ঘাতক ইসরায়েল, সহযোগী একেপি’’ লেখা ব্যানার টানিয়ে বক্তৃতা দেন তিনি। এ সময় তিনি তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনি তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলে যাওয়ার অনুমতি দিচ্ছেন। আর এটাকে আপনি নির্লজ্জভাবে বাণিজ্য বলছেন... আপনি ইসরায়েলের সহযোগী।’’

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৪ সালের বাজেটের বিষয়ে সংসদের বিতর্কে অংশ নিয়ে হাসান বিৎমেজ বলেন, ‘‘আপনার (এরদোয়ান) হাতে ফিলিস্তিনিদের রক্ত ​​আছে, আপনি ইসরায়েলের সহযোগী। গাজায় ইসরায়েলের প্রত্যেকটি বোমাবর্ষণে আপনার ভূমিকা আছে।’’

বক্তৃতা শেষ করার সঙ্গে সঙ্গে আকস্মিকভাবে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় সংসদ কক্ষে উপস্থিত অন্যান্য এমপিরা তাদের আসন থেকে হাসান বিৎমেজের দিকে ছুটে আসেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা বলেছেন, পরে এনজিওগ্রাফি করে জানা যায় তার হৃদপিণ্ডের দুটি প্রধান শিরা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ওইদিন কোকা বলেছিলেন, ‘‘সংসদ অধিবেশন চলাকারীন হাসান বিৎমেজের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পর তাকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। এই ঘটনার ২০ মিনিটের মধ্যে তাকে হাসপাতালে নেওয়া হয়; যেখানে চিকিৎসকরা তাকে লাইফসাপোর্টে রাখেন।
image

Leave Your Comments