ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে। ওভালে ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এসএসসি গ্রাউন্ডে। চলতি মাসের ২৫ এপ্রিল শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর ২৭ এপ্রিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলবে মেয়েরা।এরপর ২৯ এপ্রিল প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে দুই দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মে। আর সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ মে। এই সিরিজটি আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। এই লিগে বাংলাদেশের বর্তমান অবস্থান নবম, আর শ্রীলঙ্কার সপ্তম।
ওয়ানডে সিরিজ শেষে ৯ মে মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ ১১ এবং ১২ মে।