ইসরায়েলি সকল জাহাজের প্রবেশ নিষিদ্ধ করল মালয়েশিয়া

Date: 2023-12-20
news-banner
ইসরায়েলি মালিকানাধীন ও পতাকাবাহী সব জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। বুধবার (২০ ডিসেম্বর) দেওয়া ঘোষণাটি অবিলম্বে কার্যকর হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। হামাসের সঙ্গে সংঘাতে ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে মালয়েশিয়ার বন্দরগুলোতে কোনও ইসরায়েলি মালিকানাধীন ও পতাকাবাহী জাহাজ নোঙর করতে পারবে না। একই সঙ্গে ইসরায়েলগামী কোনও জাহাজকেও নোঙর করতে দেওয়া হবে না।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের ওপর চলমান নৃশংসতা ও হত্যাযজ্ঞের মাধ্যমে ইসরায়েল মৌলিক মানবিক নীতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এর প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০০৫ সাল থেকে মালয়েশিয়ার বন্দরে ইসরায়েলে নিবন্ধিত কোম্পানি জাহাজকে নোঙর করার অনুমতি দেওয়া হয়েছিল।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকার ও লক্ষ্যের পক্ষে সোচ্চার। ইন্দোনেশিয়া, ব্রুনেই, বাংলাদেশ, মালদ্বীপ ও পাকিস্তানের মতো দেশটিও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।
image

Leave Your Comments