২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কেনেডি সেন্টারে। বিষয়টি শুক্রবার হোয়াইট হাউস থেকে নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবারের বিশ্বকাপ নানা দিক থেকে ব্যতিক্রম। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এই আসরটি। একইসঙ্গে, ৩২ দলের পরিবর্তে এবার ৪৮টি দল অংশ নিচ্ছে বিশ্বকাপে, যা ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়।
বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, আর ফাইনাল ১৯ জুলাই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে ১৬টি ভেন্যুতে—যার মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোতে ৩টি এবং কানাডায় ২টি ভেন্যু রয়েছে।
ড্রয়ের মাধ্যমে ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটিতে থাকবে ৪টি করে দল। ড্র অনুষ্ঠানে থাকবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সহ-সভাপতি জেডি ভ্যান্স।