এশিয়া কাপের দলে ফিরলেন সোহান

Date: 2025-08-23
news-banner
এশিয়া কাপ ২০২৫-এর জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা।

এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক—মেহেদী হাসান মিরাজের অনুপস্থিতি। আলোচনায় থাকলেও জায়গা হয়নি সৌম্য সরকারেরও। তবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন সাইফ হাসান। ২০২১ সালের পর এই প্রথমবারের মতো তিনি ফিরলেন লাল-সবুজের জার্সিতে, তৃতীয় ওপেনার হিসেবে।

সবচেয়ে বড় প্রাপ্তি বলা যায় উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান-এর ফেরা। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা এই ক্রিকেটার প্রায় তিন বছর পর জায়গা পেলেন জাতীয় দলে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম জাতীয় দলের জার্সিতে দেখা যাবে সোহানকে।

যদিও চূড়ান্ত স্কোয়াডে নেই মেহেদী হাসান মিরাজ, তবে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে তাকে। তার সঙ্গেই রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

বাংলাদেশের এশিয়া কাপ ২০২৫ স্কোয়াড:

লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।

স্ট্যান্ডবাই (শুধুমাত্র এশিয়া কাপ):
সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মুরাদ।
image

Leave Your Comments