পাকিস্তানের অর্থনীতিতে দুঃসংবাদ

Date: 2023-04-13
news-banner
বিশ্বের পঞ্চম সর্বোচ্চ জনবহুল দেশ পাকিস্তানে মূল্যস্ফীতি ধারণার চেয়েও বেশি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইএমএফ। সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানে মূল্যস্ফীতি ২৭ শতাংশ ছাড়িয়ে যাবে। এছাড়া, দেশটিতে বেকারত্বের হার বেড়ে প্রায় সাত শতাংশে পৌঁছতে পারে। যা গত অর্থবছরের তুলনায় বেশি।
এদিকে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়ার পর নিজেদের পূর্বাভাস প্রকাশ করেছে আইএমএফ। ওই দুটি সংস্থার মতো ওয়াশিংটনভিত্তিক এ আর্থিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলমান অর্থবছরে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় থমকে থাকবে। তবে আগামী অর্থবছরে দেশটির অর্থনীতির চাকা কিছুটা সচল হতে পারে।
image

Leave Your Comments