প্যারিসভিত্তিক সংস্থাটি এই বৃদ্ধির পেছনে তেলজাতীয় পণ্যের রপ্তানি বৃদ্ধির ভূমিকার কথা উল্লেখ করেছে, যা প্রাক-কভিড স্তরে ফিরে গেছে। তাদের মতে, রাশিয়া থেকে পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ মাসে মাসে দিন প্রতি সাড়ে চার লাখ ব্যারেল বেড়ে মার্চ মাসে ৩১ লাখ ব্যারেল হয়েছে।
যদিও রাশিয়ার তেলের আয় ফেব্রুয়ারির পতন থেকে পুনরুজ্জীবিত হয়েছে এবং এক বিলিয়ন বেড়ে ১২.৭ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। তবে পরিসংখ্যান অনুসারে, দেশটির তেলের আয় এখনো গত বছরের একই সময়ের তুলনায় ৪৩ শতাংশ কম।
উল্লেখ্য, পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল রপ্তানিকে লক্ষ্য করে মূল্যসীমাসহ বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত ফেব্রুয়ারিতে ইইউ এবং জি৭ দেশগুলো রাশিয়া থেকে ডিজেল, জেট ফুয়েল এবং পেট্রলের জন্য ব্যারেল প্রতি ১০০ মার্কিন ডলার এবং অপরিশোধিত মূল্যের নিচে ব্যবসা করে এমন অন্যান্য তেল পণ্যের জন্য ব্যারেল প্রতি ৪৫ মার্কিন ডলারের মূল্যসীমা চালু কর।