বাফুফে সাধারণ সম্পাদককে ২ বছর নিষিদ্ধ করলো ফিফা

Date: 2023-04-15
news-banner

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বাফুফেতে দেওয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্য-নথি ব্যবহার করেছেন আবু  নাইম। সেকারণে তাকে ২ বছরের নিষেধাজ্ঞা ও  বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শাস্তির ঘোষণা যে হঠাৎই এসেছে, ব্যাপারটা তেমন নয়। অনিয়মের জন্য কিছুদিন আগেই ফিফা সদর দপ্তর জুরিখে ডেকে পাঠানো হয়েছিল বাফুফের এই কর্তাকে। তারপর তদন্ত শেষে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ফিফা।ইতিমধ্যে শাস্তির বিষয়টি আবু নাঈমকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ফিফা।

 একই সঙ্গে এই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাফুফে ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি)।আবু নাইম ২০০৫ সালে বাফুফেতে ম্যানেজার কম্পিটিশন্স হিসেবে যোগ দেন। ২০১১ সালে বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী মারা গেলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তিনি। ২০১৩ সালে দুই বছরের জন্য হন সাধারণ সম্পাদক। এরপর ধাপে ধাপে মেয়াদ বাড়ে তার। 

image

Leave Your Comments