ড্রোন হামলায় জ্বলছে রাশিয়ার তেলের ডিপো

Date: 2023-05-03
news-banner
দক্ষিণ-পশ্চিম রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলে একটি তেলের ডিপোতে আগুন ধরেছে। ড্রোন হামলায় সেখানে আগুন ধরে যায় বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। রাষ্ট্রনিয়ন্ত্রিত রুশ বার্তা সংস্থা তাস বলেছে, রাশিয়াকে ক্রিমিয়ার সঙ্গে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ একটি সেতুর কাছে ভলনা বন্দরের ওই ডিপোতে আগুন জ্বলছে। ড্রোন হামলার কারণে সেখানে আগুন ধরে যায়। তবে এই দাবির স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি সংবাদমাধ্যমটি। সিএনএন বলছে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এবং তারা যে অবস্থান শনাক্ত করতে পেরেছে তাতে দেখা যাচ্ছে, তেলের স্টোরেজটিতে থাকা ট্যাঙ্কগুলোতে আগুন জ্বলছে।

প্রসঙ্গত, কয়েক দিন আগে ক্রিমিয়ার সেবাস্তাপোলে এক হামলার ঘটনায় একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার জন্য ইউক্রেনকে দায়ী করেছিল রাশিয়া। এ ছাড়া গত বছরের অক্টোবরে রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী কার্চ সেতুতে হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী। তবে সর্বশেষ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিয়েভ।

image

Leave Your Comments