বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় মোকা

Date: 2023-05-04
news-banner
চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণিত হয়ে আগামী সপ্তাহেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ওয়েদার ডটকম। পশ্চিমবঙ্গের  আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে এ নিয়ে সতর্কতা ব্যক্ত করেছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, এই সপ্তাহান্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এরপর এটি ৮ মে এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণিত হবে। পরে এটি উত্তর মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সময় একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে উঠবে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মোচা বা মোকা’। নামটি রেখেছে ইয়েমেন। সুপারিশকৃত নামটি লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইয়েমেনি শহর মোচা (বা মোকা) থেকে এসেছে। কফি বাণিজ্যের জন্য এই এলাকাটি পরিচিত। এই বন্দর শহর বিখ্যাত মোচা কফির নামও দিয়েছে। বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণের ক্ষেত্রে ১৩টি দেশের সুপারিশ লাগে। এই দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশসহ ভারত, ইয়েমেন, কাতার, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত। যদিও শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা ঠিক কোথায় আছড়ে পড়তে পারে, সে বিষয়ে আবহবিদেরা এখনও কিছু জানাননি।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় কর্মকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বুধবার বলেন, ‘আগামী ৬ মে (শনিবার) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ৭ তারিখ তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ ৮ মে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার পরে ৯ মে শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এটি।’ একই তথ্য দিয়েছে ওয়েদার ডটকম।
image

Leave Your Comments