তেলের বড় রিজার্ভ পেল তুরস্ক

Date: 2023-05-04
news-banner
এবার তেলের বড় মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দেশটির মধ্য কোনিয়া প্রদেশে কারাপিনার সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার এ ঘোষণা দেন ক্ষমতাসীন একে পার্টির এ নেতা।রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, তুর্কি নেতা বলেন, তুরস্কের পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশের কাছে নতুন এই তেলের রিজার্ভ আবিষ্কার করা হয়েছে। এখান থেকে প্রতিদিন এক লাখ ব্যারেল তেল উত্তোলন করা যাবে। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোগান নতুন তেলের রিজার্ভ আবিষ্কারের ঘোষণা দিয়ে বলেছেন, তার দেশ এখন থেকে আর জ্বালানির জন্য অন্যের ওপর নির্ভর করবে না। উল্টো তারা নিজেরাই জ্বালানির রপ্তানিকারক হয়ে উঠবেন। এরদোগান বলেন, আমি আপনাদের সঙ্গে নতুন কিছু ভালো খবর শেয়ার করতে চাই। আর তা হলো- কুডি ও গাবার এলাকায় প্রতিদিন এক লাখ ব্যারেল উৎপাদন ক্ষমতাসম্পন্ন তেলের মজুদ পাওয়া গেছে।তিনি বলেন, ২ হাজার ৬০০ মিটার (৮ হাজার ৫৩০ ফুট) গভীরতায় আবিষ্কৃত রিজার্ভ থেকে ১০০টি কূপের মাধ্যমে তেল উত্তোলন করা হবে। এই তেল তুরস্কের দৈনন্দিন ব্যবহারের এক-দশমাংশ পূরণ করবে। এরদোগান বলেন, সিরনাক প্রদেশের কাছে নতুন পাওয়া এ পেট্রোলিয়াম উচ্চমানের। এর ফলে তুরস্ককে এখন আর জ্বালানির জন্য অন্য কারো ওপর নির্ভর করতে হবে না, বরং তুরস্ক নিজেই এখন জ্বালানির রপ্তানিকারক হয়ে উঠবে।

image

Leave Your Comments