এবার ডেভিড ওয়ার্নারের দিকে চোখ দেওয়া যাক। ঘরের মাঠে দুই টেস্ট আগেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। সঙ্গে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা তো আছেই। আইসিসি টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর ব্যাটসম্যান মারনাস লাবুশেনকে নিয়ে আলোচনাটা না করলেও চলছে। ছন্দ না থাকলে তো আর আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান হতে পারতেন খাজা-স্মিথ-ওয়ার্নার-লাবুশেনদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপের কেউই ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে ফিফটি করতে পারেননি। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্য। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৯ রান করেছিলেন লাবুশেন। দুই ইনিংসে মিলিয়ে এটাই সর্বোচ্চ। ভারতের মাটিতে এই প্রথমবার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা টেস্টের দুই ইনিংসে কোনো ফিফটি পাননি।।