তুরস্কের জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। তবে প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলুর চেয়ে এগিয়ে আছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।রোববার (১৪ মে) অনুষ্ঠিত হয় তুরস্কের ইতিহাসে শত বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশটির গত একশ বছরের ইতিহাসে এই প্রথম নির্বাচন দ্বিতীয় দফায় গড়াচ্ছে। কারণ কোনো প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি।দ্বিতীয় রাউন্ডে লড়াই হবে এরদোয়ান আর কিলিচদারোগলুর মধ্যে। আর ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ২৮ মে পর্যন্ত।