জাপা থেকে অব্যাহতির পরে সংসদে জি এম কাদেরকে বিরোধী দলের নেতা করে প্রজ্ঞাপন
Date: 2024-01-29
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে সংসদে বিরোধী দলের নেতা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালাম স্পিকারের আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করেন।
এতে বলা হয়, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলের নেতা ও বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১ মোতাবেক আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।
এর আগে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১টি আসনে জয় লাভ করে জাতীয় পার্টি। আওয়ামী লীগের সঙ্গে ২৬টি আসনে সমঝোতা হলেও ১৫টিতেই পরাজিত হন জাপা প্রার্থীরা।
নির্বাচনে ভরাডুবির পর পরাজিত প্রার্থীরা দলের চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। শীর্ষ নেতাদের বিরোধিতা করে এ পর্যন্ত অন্তত পাঁচজন নেতা অব্যাহতি পেয়েছেন, দল থেকে পদত্যাগ করেছেন অন্তত পাঁচ শতাধিক নেতা-কর্মী।
এরই জের ধরে দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ চেয়ারম্যান পদ থেকে জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন।
পরবর্তী কাউন্সিলের আগ পর্যন্ত নিজেকেই দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন তিনি।