‘বিশ্বকাপ ব্যর্থতার পর পুনর্গঠন প্রক্রিয়ায় আছে ব্রাজিল’

Date: 2023-06-02
news-banner

কাতার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল। মেয়াদ শেষে বিশ্বকাপের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান কোচ তিতে। এরপর থেকে নতুন কোচের খোঁজে আছে ব্রাজিল।

২০২২ বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক উঁচুতে। কিন্তু আরও একবার বিশ্ব সেরার মঞ্চ থেকে খালি হাতেই ফিরতে হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এরপর থেকে দলটিতে নেই কোনো স্থায়ী কোচ। উইলিয়ানের কাছে সময়টি জাতীয় দলের জন্য পালাবদলের। অভিজ্ঞ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিশ্বাস, নতুন কোচ বেছে নেয়ার পর সঠিক পথের সন্ধান পাবে দল।নেইমার-ভিনিসিউসদের সম্ভাব্য নতুন কোচ হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির নাম। গত মার্চে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেস বলেন, ব্রাজিলের কোচ হিসেবে তাদের প্রথম পছন্দ আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ অবশ্য বরাবরই বলে আসছেন তিনি রিয়ালেই থাকতে চান।

image

Leave Your Comments